নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দুইদিন ব্যাপি রানার মোটর সাইকেলের ধামাকা সার্ভিস ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পানসি রেস্তোরা সংলগ্ন নুর মহলে রানার অটোমোবাইল কাস্টমার কেয়ারের আয়োজনে ও ভেনাস অটোর্স এর সহযোগিতায় রানার অটোমোবাইলস লিমিটেডের সাউথ ওয়েস্ট জোনের জোনাল বিজনেন্স হেড মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা এ ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এ ক্যাম্প থেকে রানার মোটর সাইকেল গ্রাহকদের মাঝে বিনামূল্যে সার্ভিস, নতুন মোটর সাইকেল এর প্রদর্শণী, বিনামূল্যে ইঞ্জিন ওভার হোলিং, ইঞ্জিনওয়েল চেকআপ, ওয়াসিং এন্ড পলিশ, বডি পার্টস এক্সচেঞ্জ, মোটরসাইকেল একচেঞ্জ, ইঞ্জিনওয়েল ও স্পেয়ার পার্টর্সের উপর ১০% মূল্য ছাড় এবং নতুন মোটর সাইকেল ক্রয়কালে ৮ হাজার টাকা মূল্য ছাড় ও রানার মোটলাইফ জ্যাকেট ফ্রি, এছাড়া প্রতিদিন ৩৫ জন ক্রেতার মধ্যে ১ জন ভ্যগ্যবান বিজয়ী ক্রেতাকে ১টি গোল্ডেন কয়েন উপহার দেওয়া হবে। বিনামূল্যে ড্রাইভিংসহ ইত্যাদি সুবিধা মোটরসাইকেল গ্রাহকদের মাঝে সেবা প্রদান করছে এ প্রতিষ্ঠানটি। দুইদিন ব্যাপি রানার মোটর সাইকেলের ধামাকা সার্ভিস ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ডিলার ও রানার অটোমোইলর্সের পরিচালক মো. জহুরুল আলম, সাউথ জোন জোনাল সার্ভিস ম্যানেজার মো. ইব্রাহিম খলিল ও ক্যাম্প ব্যবস্থাপনায় মো. আল-আমিন প্রমুখ। এসময় মোটরসাইকেল ব্যবসায়ী ও ক্রেতা এবং সেবা গ্রহনকারীরা উপস্থিত ছিলেন।