পাইকগাছা প্রতিনিধি: পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১২০ বছর বয়সের আমগাছ কাটা বন্ধ হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা কর্তৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে দন্ডবিধি আইনের ১৫৪ ধারা ও পিআরবি’র ২৫২ আইন অনুযায়ী নিষেধাজ্ঞা জারী করেছে। থানা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার গোপালপুর মৌজায় এস,এ ৪ নং খতিয়ানে ৫৩ ও ৭৮ দাগে ১.২২ একর সম্পত্তিতে ১২০ বছর বয়সের একটি আম গাছ রয়েছে। যার মালিক গোপালপুর গ্রামের মৃত অমরেন্দ্রনাথ ঘোষের ওয়ারেশগণ। সোমবার সকালে পার্শ্ববর্তী গদাইপুর গ্রামের মৃত দ্বিজেন্দ্রনাথ ঘোষের পুত্র সৃজন ও কন্যা সুচিস্মিতা সহ কয়েকজন লাঠিসোটা সহকারে গাছটি কর্তন করতে থাকে। সংবাদ পেয়ে মৃত অমরেন্দ্রনাথের পুত্র কৌশিক ঘোষ ঘটনাস্থলে যেয়ে বাঁধা প্রদান করলে সৃজনের লোকজন তাকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। এরই মধ্যে তারা গাছের ডালপালা কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কাছ কর্তন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে কৌশিক ঘোষ বাদী হয়ে সৃজন, সুচিস্মিতা এবং গদাইপুর গ্রামের শফি গাজী ও মঠবাটী গ্রামের সিরাজুল বিশ্বাসকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করলে থানা অভিযোগটি আমলে নিয়ে পরদিনই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ না কাটার জন্য নিষেধাজ্ঞা জারিপূর্বক উভয়কে নোটিশ প্রদান করেন।