আন্তর্জাতিক

ইয়েমেনের এডেন শহরের নিয়ন্ত্রণ হারাল সৌদি সমর্থিত সরকার

By Daily Satkhira

January 31, 2018

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে বিচ্ছিন্নতাবাদীরা পুরো আধিপত্য প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সৌদি সমর্থিত সরকারী বাহিনীর সঙ্গে কয়েকদিনের লড়াইয়ের পর বিচ্ছিন্নতাবাদীরা এ নিয়ন্ত্রণ নেয়।

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন ডাগর ও তার মন্ত্রীসভার সদস্যরা এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর কথাবার্তা চলছে বলে খবর হয়েছে। এই দুটি পক্ষ উত্তরাঞ্চলের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্র হয়ে লড়াই করছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করায় ইয়েমেনে নতুন একটি যুদ্ধক্ষেত্রের সৃষ্টি হলো।

২০১৫ সালে উত্তরাঞ্চলভিত্তিক হুতি বিদ্রোহীদের অভিযানে রাজধানী সানার পতন হলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি ও তার মন্ত্রীসভা রাজধানী থেকে পালিয়ে যান। পরে বন্দর শহর এডেনকে কেন্দ্র করে সরকার পরিচালনা করতে শুরু করেন তারা।

রেডক্রস জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়ার লড়াইয়ে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন।

এছাড়া বিচ্ছিন্নতাবাদীরা এডেনের সামরিক ঘাঁটিও দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।