সাতক্ষীরা

জেল হত্যা দিবসে বক্তারা খুনিদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে

By daily satkhira

November 03, 2016

নিজস্ব প্রতিবেদক : ৩রা নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা ছাত্রলীগের অফিস চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমিন বলেন, ইন্টার পোলের মাধ্যমে জাতীয় ৪ নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ একটি পরিবার।  সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পাশে থাকবে হবে। ৭৫’র শোকাহত ঘটনার বাংলার মাটিতে আর পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। শেখ হাসিনার ভিশন মধ্যম আয়ের দেশ বাস্তবায়ন করে উন্নত সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আলোচনাসভায় আরো অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. এস এম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, আইন সম্পাদক এড. ওসমন গণি, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, এড. আব্দুল লতিফ, মীর মোশাররফ হোসেন মন্টু, এড. শাহানাজ পারভীন মিলি, শেখ আব্দুর রশিদ, এনছার বাহার বুলবুল, গণেশ মন্ডল, মহিলা আওয়ামীলীগের এড. ফরিদা আক্তার বানু, শাহানা মহিদ, ইসমত আরা, রেবেকা পারভীন, স্বেচ্ছাসেবকলীগের শেখ মারুফ হাসান মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, মনিরুল ইসলাম মাসুম ও ছাত্রনেতা রেজাউল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তুফান কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ওমর ফারুক।