ফিচার

আজ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু; জেলায় পরীক্ষার্থী ২৬ হাজার ৩শ ১৩ জন

By Daily Satkhira

February 01, 2018

এম বেলাল হোসাইন: সারা দেশের ন্যায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরিক্ষা ২০১৮। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২০১৮। পরীক্ষা নকলমুক্ত ও পরীক্ষার পরিবেশ সুন্দর করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপের নিষিদ্ধ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। পরীক্ষায় কোন শিক্ষক ও কর্মচারী নকল করতে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা যাতে কোন অবৈধ কাগজপত্র না নিয়ে যেতে পারে সে জন্য পরীক্ষা কেন্দ্রের গেটে পরীক্ষার্থীদের দেহ তল্লাসী করে কেন্দ্রে ঢোকানো হবে। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পুর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। যে সকল শিক্ষক-কর্মচারীদের সন্তান পরীক্ষায় অংশ গ্রহন করবে সে সকল শিক্ষক ইনভিজিলেটর হিসেবে সেই কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেনা। পরীক্ষা আসে পাশে এক কিলোমিটারের মধ্যে সকল ফটোষ্টাট মেশিন পরীক্ষা চলাকালিন সময়ের জন্য বন্ধ থাকবে। কোনো অবস্থাতেই কোন শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবে না। পরীক্ষার্থীদের সাথে বৈষম্যূুলক ও অশোভন আচরণ করলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদের তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্র গুলোতে ডাক্তার নিয়োগ থাকবে। পরীক্ষা চলাকালিন কেন্দ্রের পার্শ্বে মাইক ব্যবহার করা যাবে না। এবছর সাতক্ষীরা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩শ ১৩ জন। পরীক্ষায় জেলায় মোট ২৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৫৪৩ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ১৭ জন এবং দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ ৫৩ জন। সাতক্ষীরা সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২শ ৫৭ জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শ ৩৩ জন। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শ ৯০ জন। এসএসসি ভোকেশনাল সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ ৯৫ জন। দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শ ৪৬ জন। কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৭ জন। সোনাবাড়িয়া মাধ্যমিক সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও সোনার বাংলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬’শ ৪৭ জন। খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় ও খোর্দ্দ সালেহা হক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ ৮৭ জন। কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ ৩১ জন। এসএসসি ভোকেশনাল কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শ ৭৭ জন। দাখিল পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ শ ৩১ জন। তালা উপজেলায় এসএসসি পরীক্ষায় তালা সরকারি বি,দে মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ আলী আহমেদ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ ৬৩ জন। কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৩৬ জন। খলীষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট ও ৪২ নং বালিয়াদহ সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ ২২ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ ৬৪ জন। এসএসসি ভোকেশনাল কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শ ৫১ জন। দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৮৩ জন। পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৫৮ জন। আশাশুনি উপজেলায় এসএসসি পরীক্ষায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ ১৮ জন। দরগাপুর এস কে আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দরগাপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৯ জন। বুধহাটা বিবিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ ১১ জন। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ১১ জন। এসএসসি ভোকেশনাল সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৯জন। দাখিল পরীক্ষায় আশাশুনি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ৪০ জন। গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শ ৬৬জন। কালিগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ ৬২ জন। নলতা মাধ্যমিক বিদ্যালয় ও নলতা গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৭২জন। চাম্পাফুল আঃপ্রঃচঃ মাধ্যমিক বিদ্যালয় ও চাম্পাফুল সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৮২ জন। এসএসসি ভোকেশনাল কালিগঞ্জ পাইলট কমিউনিটি হাইস্কুল ও কালিগঞ্জ সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শ ৯৫জন। দাখিল পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৩ জন এবং নলতা আহছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ শ ৪৭ জন। দেবহাটা উপজেলায় এসএসসি পরীক্ষায় দেবহাটা বিবিএমপি মাধ্যমিক বিদ্যালয় ও দেবহাটা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ৮১ জন। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শ ৪ জন। এসএসসি ভোকেশনাল আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হাদিপুর জগন্নাথপুর দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯০ জন এবং দাখিল পরীক্ষায় সখিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শ ৫৩ জন। শ্যামনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকিপুর এইচ,সি মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামনগর সরকারি মহসীন কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শ ৪৩ জন। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় ও ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ ৪৯ জন। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৮৪ জন। এসএসসি ভোকেশনাল নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্যামনগর সরকারি শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯০ জন। দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৭৫ জন এবং নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৫১ জন।