আশাশুনি

আশাশুনি কামালকাটি প্রাইমারির প্রধান শিক্ষককে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

By Daily Satkhira

February 01, 2018

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকিলা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিকার ও বদলির দাবিতে গণ পিটিশনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের এসএমসি সদস্য ও অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরিত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সাকিলা খাতুন সময়ানুবর্তিতা, মা সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর প্রতি গুরুত্ব না দিয়ে স্বেচ্ছাচারিতার সাথে কাজ করে থাকেন। সপ্তাহে ২/৩ দিন স্কুল করেন, সময়মত আগমন-প্রস্থান করেন না। শ্রেণি পাঠদান ও পাঠ পর্যবেক্ষণ করেননা। ত্রুটিপূর্ণ পাঠদানের কারণে পাশের হার নি¤œমানের ও অসঙ্গতিপূর্ণ। উপবৃত্তি প্রকল্পের কার্ড, অর্থ বিতরণ, মাসিক হাজিরা নীরিক্ষণের মাধ্যমে অবৈধ অর্থ গ্রহন করে থাকেন। পাঠ্য বই বিতরনে শিক্ষার্থীদের থেকে পরিবহন ব্যয় বাবদ টাকা আদায়, সরকার প্রদত্ব উন্নয়ন বাজেটের সম্পূর্ণ অর্থ ব্যয় না করে আত্মসাত, আনুসাংগিক বরাদ্দকৃত অর্থে দ্রব্যাদি ক্রয় না করা, অবৈধ ধার্যকৃত পরীক্ষার ফিস দিয়ে আনুসংগিক দ্রব্যাদি ক্রয়, বিদ্যালয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি থাকা সত্ত্বেও তঞ্চকি কাজ ধরা পড়ার ভয়ে প্রধান শিক্ষক স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া ম্যানেজিং কমিটির কার্যবিবরণী মাসিক সভায় জমা দান, বিদ্যুৎ বিল ও লেট্রিনের জন্য শিক্ষার্থীদের থেকে প্রতি মাসে ১০ টাকা করে আদায় করার অভিযোগ করা হয়েছে। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে তাকে অন্যত্র বদলিসহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক সাকিলা খাতুন জানান, আনীত অভিযোগের কোন ভিত্তি নেই। শত্রুতা ও আক্রোশমূলকভাবে অভিযোগগুলো আনা হয়েছে। আমি নিয়মিত স্কুলে যাই, মনিটরিং করি, মা সমাবেশ করি। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করি। আমি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে।