কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাবের হলরুমে শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য জি এম সামসুর রহমান, জিএম আব্দুল বারী, শেখ শামীম উর-রহমান, শেখ লুৎফর রহমান, মনিরুজ্জামান মহসিন, গাজী জাহাঙ্গীর কবীর, ডাঃ কেরামত আলী, অসিত অধিকারী, এসএম গোলাম ফারুক, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমুখ। সভায় প্রেসক্লাবের বার্ষিক আয় ও ব্যায়ের হিসাব নিকাশ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল, সদস্যদের বকেয়া মাসিক চাঁদা ও নতুন বছরে পত্রিকার পরিচয় পত্র এবং প্রেসক্লাব বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ৪জন সদস্যের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ আগামী ১১ ফেব্রুয়ারি প্রেসক্লাবের বার্ষিক বনভোজনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।