দেবাশীষ মূখার্জ্জী: মাগুরা ইউনিয়নের বলরামপুরে অবস্থিত সানি ব্রিকস এর নামে কপোতাক্ষের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বাঁধ ও তালা-পাটকেলঘাটার এল,জি ইডির রাস্তার মধ্যবর্তী প্রায় ০২কিঃমিঃ চরাঞ্চালের জমির মাটি কাটা চলছে বছরের পর বছর। সরজমিনে দেখা যায়,স্হানীয় প্রশাসন কে ম্যানেজ করে জমির মালিকদের লোভ ও প্রয়োজনে ভয়ভীতি দেখিয়ে মহামান্য হাই কোর্টের আদেশ অমান্য করে বেড়িবাঁধের নিকটে নদের তলদেশ অধিক পরিমানে বড় বড় দীঘির সৃষ্টি করে মাটি কাটা চলছে। স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন সানি ভাটার ম্যানেজার স্থানীয় রবীন পালের নেতৃত্বে মাটি কাটা হয়। এল,জি,ইডির রাস্তার সমুহ ক্ষতি সাধন পূর্বক ট্রলি,মাটি কাটা মেশিন সহ ভারী যানবাহন ওঠানো নামানো করা হয়। স্থানীয়রা আরে জানান ক্ষমতাসীন নেতা ও স্থানীয় প্রশাসনকে ম্যনেজ করে এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে অল্প বৃষ্টি কিংবা নিন্মচাপ হওয়া মাত্র দুর্বল বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে স্থানীয় ০৯ গ্রামের গরীব ও মধ্যবর্ত্তী কৃষকদের ঘাম ঝরানো ইরি বোরো ধান। তাতে সর্বশান্ত হওয়ার আশংকায় হাজারো কৃষক পরিবার। হুমকীর মূখে কাঁচা পাকা রাস্তা সহ কয়েক হাজার পরিবার। এমতব্স্থায় উক্ত রবীন পালের মোবাইল নং যোগাযোগ করলেও মোবাইল রিসিভ হয়নি।