সাতক্ষীরা

সেমিনারে যোগ দিতে জার্মানি গেলেন এমপি রবি

By Daily Satkhira

February 01, 2018

নিজস্ব প্রতিবেদক : জার্মান পার্লামেন্টারি সি.ডি.ইউ এর মহা-সচিব মানফ্রেড পেন্টস্ এর আমন্ত্রণে বাংলাদেশ ও বর্হি-বিশ^ সম্পর্কিত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনারে যোগ দিতে জার্মানি যাচ্ছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশ ও বহির্বিশ^ সম্পর্কিত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখবেন। তিনি সেমিনারে বাংলাদেশ ও বহির্বিশে^র সন্ত্রাসবাদ দমনে প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি জার্মান পার্লামেন্টারির নেতাদের সাথে বৈঠক করবেন এবং প্রবাসীদের আয়োজনে আলোচনা সভায় অংশ নেবেন। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আরব আমিরাতের ইত্তেহাদ এয়ারলাইন্সযোগে যাত্রা করেন। ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি জার্মানের ভিসবাডেনে এ পাঁচ দিন ব্যাপি সেমিনারে অনুষ্ঠিত হবে। আগামী ০৬ ফেব্রুয়ারি সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। সরকারিভাবে এ সেমিনারে যোগদানের জন্য সময় স্বল্পতার কারণে কাউকে জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সদর নির্বাচনী এলাকার জনগণ এবং সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।