আন্তর্জাতিক

রাশিয়ার তুলনায় চীন বড় বিপদ হতে পারে: যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

February 01, 2018

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আর তারই জের ধরে এবার রাশিয়ার মতো চীনও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও। তার আশঙ্কা, পশ্চিমে চীন যেভাবে গোপনে প্রভাব বিস্তার করছে তাতে দেশটিকে নিয়ে রাশিয়ার মতো উদ্বিগ্ন হওয়ার কারণ তো আছেই, এমনকি রাশিয়ার তুলনায় চীন আরও বড় বিপদ হতে পারে।

এ ব্যাপারে পম্পেও বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য চুরি ও স্কুল ও হাসপাতালগুলোতে তাদের প্রভাব বাড়াচ্ছে। গোপন তৎপরতা চালাতে চীনের আরও বড় পরিকল্পনা রয়েছে। অর্থনীতির দিক থেকে রাশিয়া এবং চীনের কথা উল্লেখ করে পম্পেও বলেন, দুই দেশের অর্থনীতির সমীকরণ নিয়ে একটু ভেবে দেখুন, রাশিয়ার চেয়ে এক্ষেত্রে চীনের পদচারণাই বেশি।

এছাড়া পশ্চিমা সমাজে দুই দেশের প্রভাব বিস্তারের সক্ষমতার তুলনা করে পম্পেও আরও বলেন, ওই লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ানদের চেয়ে চীনারা অনেক বেশি এগিয়ে। বাজার দখলের দিক দিয়ে চীন রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে আছে।