বিনোদন

এক সপ্তাহ পেছালো ভালো থেকো

By Daily Satkhira

February 01, 2018

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে খ্যাত জাকির হোসেন রাজু। তার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া। কথা ছিলো আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশে মুক্তি পাবে ‘ভালো থেকো।’ তারপর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসে ছবির নায়ক শুভ’র জন্মদিন উপলক্ষে ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু বুধবার জানা গেল, এটি মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি। সিনেমাটির নায়িকা তানহা তাসনিয়া নিশ্চিত করে বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে। ছবিটি ২ তারিখে মুক্তির কথা থাকলেও গুরুত্বপূর্ণ কারণে এক সপ্তাহ পেছানো হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আসবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ শুভ-তানহা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। ‘ভালো থেকো’ নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।’ ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’র শুটিং শুরু হয়। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। এর সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শুটিং হয়েছে।