কালিগঞ্জ

চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন

By daily satkhira

November 03, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ৩০৫ জন ভোটারের মধ্যে ২৪০ জন অবিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে চারটি অভিভাবক পদের বিপরীতে দু’টি প্যানেলে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রফিকুল ইসলাম ১৪২ ভোট, শেখ সিরাজুল ইসলাম ১৩৯ ভোট, সফির উদ্দীন ও আনিসুর রহমান প্রত্যেকে ১১৪ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবুল বাশার সরদার ও জয়দেব বিশ্বাস প্রত্যেকে ১১৩ ভোট, ফারুক হোসেন ৭৯ ভোট ও আব্দুল আজিজ গাইন পেয়েছেন ৭৮ ভোট। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম মোমতাজ উদ্দীন জানান, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রেহেনা পারভীন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।