ফিচার

৩২ ধারা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন; আজকের সাতক্ষীরাকে করা শোকজ প্রত্যাহারের দাবি

By daily satkhira

February 02, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮! সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না’ ৩২ ধারা বাতিল কর’ শ্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সাংবাদিক শরিফুল্লাহ কাওসার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, বতর্মান সাধারণ সম্পাদক আব্দুল বারি, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, ইন্ডিপেনটেন্ড টেলিভশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, আমিনা বিলকিস ময়নাসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ৫৭ ধারা বাতিল করে ৩২ ধারা অনুমোদন দেওয়ার প্রস্তাব তুলেছে সরকারি আমলারা। যা সাংবাদিকদের জন্য বড় ধরনের হুমকি স্বরুপ। এ আইন পাশ হলে সাংবাদিকরা কোন ধরনের অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে পারবে না। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এ আইন পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রিন্টার্স লাইনে ভারপ্রাপ্ত সম্পাদকদের নাম সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক যে শোকজ করেছেন তার তীব্র নিন্দা জানান বক্তারা। বক্তারা বলেন, সাতক্ষীরায় ৭/৮টি পত্রিকায় রয়েছে প্রতিটি পত্রিকার প্রিন্টার্স লাইনে একাধিক ব্যক্তির নাম দেওয়া হয়। কিন্তু তিনি অন্য কোন পত্রিকা দেখতে পেলেন না। দেখতে পেলেন ওই পত্রিকাটি। সাংবাদিকদের হেনস্তা করার জন্য এধরনের শোকজ করা হয়েছে। এ শোকজের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যহারের দাবি জানান তারা। এছাড়া ৩২ ধারা আইনের তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রী আশুহস্তক্ষেপ কামনা করেন সাংবা‌দিকবৃন্দ।