সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

By Daily Satkhira

February 02, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যদে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য জনগণের মৌলিক অধিকার। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত সম্ভব করতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সুজিত কুমার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সহকারি কমিশনার একি মিত্র চাকমা, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, জেলার আবু জাহেদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা মার্কেটিং অফিসার এস.এম আব্দুল্লাহ, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান প্রমুখ। এসময় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার একি মিত্র চাকমা।