পাটকেলঘাটা

পাটকেলঘাটায় ভ্যান ছিনতাইকারী আটক

By daily satkhira

November 03, 2016

পাটকেলঘাটা প্রতিনিধি:পাটকেলঘাটা থানায় চলতি বছরে ছিনতাইয়ের কোন ঘটনা না ঘটলেও বুধবার রাতে অভিনব কায়দায় মোটরভ্যান ছিনতাইকালে এক ছিনতাইকারী জনতার গণপিটুনি খেয়ে ভর্তি হয়। পুলিশ ক্লিনিক থেকে ছিনতাইকারী কে আটক করেছে। এ ঘটনায় ভ্যানচালক মারাত্মক জখম হয়ে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে পাটকেলঘাটা ওভারব্রীজের নিচে মোটরভ্যান চালক বৃদ্ধ মজিবর রহমান (৬৩)’র কাছে ৩ জনের একটি ছিনতাইকারী দল ৩০ টাকায় ভ্যান ভাড়া করে। তারা ভ্যান যোগে ইসলামকাটি ব্রীজে উঠে বলরামপুর বাজারে চা খেয়ে ফিরে আসার পথে জামতলা নামক স্থান পার হলে ভ্যানচালকের মাথায় লাঠি দিয়ে সজোরে ৩/৪ বার আঘাত করে। পরে ছিনতাইকারীরা ভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে থাকে। এসময় ভ্যানচালকের আত্মচিৎকারে পার্শ্ববর্তি ঘের পাহারাদাররা দ্রুত মিজাপুর গ্রামের মিলন ঘোষ (২৭) কে ভ্যান সহ হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় ভ্যানচালকসহ তাকে পাটকেলঘাটা ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে ছিনতাইকারী মিলন কে আটক করে নিয়ে যায়। মিলনের সাথে থাকা অন্য ২ ছিনতাইকারী পালিয়ে যায়। পাটকেলঘাটায় ভ্যান ছিনতাইকারী আটক পাটকেলঘাটা প্রতিনিধি:পাটকেলঘাটা থানায় চলতি বছরে ছিনতাইয়ের কোন ঘটনা না ঘটলেও বুধবার রাতে অভিনব কায়দায় মোটরভ্যান ছিনতাইকালে এক ছিনতাইকারী জনতার গণপিটুনি খেয়ে ভর্তি হয়। পুলিশ ক্লিনিক থেকে ছিনতাইকারী কে আটক করেছে। এ ঘটনায় ভ্যানচালক মারাত্মক জখম হয়ে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে পাটকেলঘাটা ওভারব্রীজের নিচে মোটরভ্যান চালক বৃদ্ধ মজিবর রহমান (৬৩)’র কাছে ৩ জনের একটি ছিনতাইকারী দল ৩০ টাকায় ভ্যান ভাড়া করে। তারা ভ্যান যোগে ইসলামকাটি ব্রীজে উঠে বলরামপুর বাজারে চা খেয়ে ফিরে আসার পথে জামতলা নামক স্থান পার হলে ভ্যানচালকের মাথায় লাঠি দিয়ে সজোরে ৩/৪ বার আঘাত করে। পরে ছিনতাইকারীরা ভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে থাকে। এসময় ভ্যানচালকের আত্মচিৎকারে পার্শ্ববর্তি ঘের পাহারাদাররা দ্রুত মিজাপুর গ্রামের মিলন ঘোষ (২৭) কে ভ্যান সহ হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় ভ্যানচালকসহ তাকে পাটকেলঘাটা ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে ছিনতাইকারী মিলন কে আটক করে নিয়ে যায়। মিলনের সাথে থাকা অন্য ২ ছিনতাইকারী পালিয়ে যায়।