অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। ফাইনালে শতক তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার মনজ্যোত করলা।
প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান কবে অস্ট্রেলিয়া। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলার আগেই ওয়া-পন্টিংদের উত্তরসূরীদের অল-আউট করে দেয় ভারতের যুবারা। ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট পান। সিভম মাভির সংগ্রহ এক উইকেট। ভারতের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ার শেষ ছয় উইকেট তুলে নেয় মাত্র ৩৩ রানে।
এদিকে, জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে প্রয়োজনীর রান তুলে নেয় ভারত। শতরান তুলে নেন ওপেনার মনজ্যোত করলা। ১০২ বলে ১০১ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ব্যাট হাতে মনজ্যােতকে সঙ্গে দেন দেসাই। ৪৭ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটসম্যান।