ফিচার

১৭ মার্চ বাস মালিক সমিতির নির্বাচন; সভা অগঠনতান্ত্রিক দাবি করে পাল্টা সমাবেশ

By Daily Satkhira

February 04, 2018

নিজস্ব প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণসভা সমিতির সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ স্মাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় ১৯৩ জন বাস মালিক/সদস্য উপস্থিত ছিলেন। সভায় সমিতির আগামী ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ ১৭ মার্চ-২০১৮ নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয়। আহবায়ক কমিটির আহবায়ক মো. গোলাম মোরশেদ, সদস্য যথাক্রমে শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আলমগীর হাসান, শাহজাহান কবির ও একেএম মোতাহারুল হক সজল। সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সদস্য এড. আ. বারী, এড. শেখ সাঈদুর রহমান ও আব্দুল কাদির ময়না। এদিকে সাতক্ষীরা বাস টার্মিনালে সন্ত্রাসী হামলা ও অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভা ডাকা হয়েছে দাবী করে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় শহরের খুলনা রোড মোড়স্থ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। সাতক্ষীরা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাশ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আক্তারুজ্জামান মহব্বত, সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাধারণ সম্পাদক তৌহিদ হাসানসহ বাস মালিক ও শ্রমিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, ছাইফুল করিম সাবু’র নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাতক্ষীরা বাস টার্মিনালের মালিক সমিতিতে একের পর হামলা ও ভাংচুর চালায়। ওই সাবু সমিতির কর্মকর্তাদের জিম্মি করে জোরপূর্বক সাধারণ সভা দিতে বাধ্য করেছে। যা অগঠনতান্ত্রিক ও অনিয়ম। গঠনতন্ত্রের ২৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বক্তারা আরো বলেন, অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভায় ৩০/৩২জন মালিক নিয়ে তারা ওই সভা শেষ করেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মালিক সমিতির দুই তৃতীয়াংশ মালিকদের উপস্থিত রেখে সাধারণ সভার নিয়ম থাকলেও সাবু তা করতে দেয়নি। বক্তারা বলেন, সাধারণ সভা ডাকতে হলে কম করে ১৫দিন আগে আহবান করতে হয়। কিন্তু ওই মোনায়েম খান গত বৃহস্পতিবার সমিতিকে জিম্মি করে জোরপূর্বক সাধারণ সভার আহবান করেছিল। তা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক বলে বক্তারা জানান। এছাড়াও কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার এক আসামির ভাইকেও আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানান তারা।