ফিচার

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধন

By Daily Satkhira

February 04, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : ‘‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সততা ও নিষ্ঠার সাথে ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস জেলা প্রশাসন, সনাক ও টিআইবি’র আয়োজনে সাতক্ষীরাতে অনুষ্ঠিতব্য তথ্য মেলা-২০১৭ এ পাসপোর্ট গ্রহীতাদের সর্বাত্তক সেবা দিয়ে সেরা স্টল হিসাবে প্রথম পুরস্কার পায় এবং জেলার উন্নয়ন মেলা-২০১৮ এ সর্বাত্তক সেবা দিয়ে সেরা স্টল হিসাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এ থেকে বোঝা যায় যে, এ প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সাথে ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে আমি গোপনে লোক পাঠিয়ে দেখেছি এখানে সততার সাথে সর্বাত্তক সেবা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্ট ও ভিসা পেতে ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। পুলিশ ভেরিফিকেশন অনলাইনে চালু হলে এক্ষেত্রেও হয়রানি থাকবে না। তিনি কোনো ধরনের হয়রানি না করে আরও আন্তরিকতার সঙ্গে নাগরিকসেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন.এস.আই) সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অসংখ্য পাসপোর্ট গ্রহীতা উপস্থিত ছিলেন।