কালিগঞ্জ

কালিগঞ্জে ৮০ হাজার টাকা করে সরকারি খালের পজিশন বিক্রি করছেন কাদের!

By Daily Satkhira

February 04, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন গেল্লের খাল ড্রেজার দিয়ে খনন করে মাটি তুলে দখল নিয়ে ৮০ হাজার টাকা করে পজিশন বিক্রি করেছেন কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল কাদের। সরেজমিনে যেয়ে দেখা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামের মৃত পঁচলা শেখের ছেলে আব্দুল কাদের তার বসত বাড়ীর সামনে অবস্থিত ড্রেজার দিয়ে খাল থেকে মাটি খনন করে ১ একর দখল করে ৩ পরিবারের নিকট থেকে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানা যায়। বর্তমানে গেল্লের খালের উপর বসত বাড়ী গড়ে তুলেছে ধলবাড়ীয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামের মৃত মোনতেজ গাজীর ছেলে গোলাম গাজী,শুকচান গাজীর ছেলে গোলাম গাজী ও একই এলাকার উচ্ছেপাড়া গ্রামের মৃত সেফাত উল্ল্যাহ গাজীর ছেলে কাশেম গাজী। স্থানীয় লিটন গাজী সহ এলাকার অনেকেই বলেন এই খাল দিয়ে বাঁশঝাড়ীয়া, নৈহাটী, হরিখালী, বাহাদুরপুর, বাজুয়াগড়, পিরোজপুর, মহেশ্বরপুর, গান্ধুলিয়া, উচ্ছেপাড়া ও বদরকাটী গ্রামের পানি সরবরাহের এক মাত্র মাধ্যম। তাছাড়া পানি সেচসহ এলাকার কৃষি মৎস্যচাষের জন্য প্রায় ১ হাজার চাষী এই খালের উপর নির্ভরশীল। খাল দখলের কারন জানতে চাইলে দখলদার গোলাম ও কাশেম জানান আব্দুল কাদেরের নিকট ৮০ হাজার টাকা করে দিয়ে দখল করে বসত বাড়ী গড়ে তুলছি মাগনাতো নেয়নি। খাল দখল করে বিক্রি করার কারন জানার জন্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের বাড়িতে গেলে দেখা মেলেনি তার ব্যাবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বলেন, খাল দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে এছাড়া নতুন করে স্থাপনা বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে পরবর্তীতে আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি খাল দখল করে বিক্রি করায় অতিদ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।