তালা

সরুলিয়ায় কপোতাক্ষ নদে পাটা ও চারু ফেলে মাছ শিকারের অভিযোগ

By Daily Satkhira

February 05, 2018

পাটকেলঘাটা প্রতিনিধি : কপোতাক্ষ নদের পাটকেলঘাটা সরুলিয়ার পয়েন্টে অবৈধভাবে নেটপাটা ও চারু ফেলে মাছ চাষ করা হচ্ছে। এতে নদে স্বল্প স্রোত প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। বার বার ড্রেজিং করে কোনো রকমে বাঁচিয়ে রাখা কপোতাক্ষ আজ মানুষের কাছে অভিশাপ। কপোতাক্ষ পাড়ের এক শ্রেণীর ভূমি দূস্যদের কারনে সরকারের ২৬২ কোটি টাকার খননকৃত কপোতাক্ষ প্রজেক্ট ভেস্তে যেতে বসেছে। পাটকেলঘাটা থানার সরুলিয়া বাজারের পাশে দিকে কপোতাক্ষ নদ প্রবাহিত। প্রকাশ্যে এক শ্রেণির কপোতাক্ষ চর দখলকারীরা নদের গতিপথ রোধ করে স্বল্প ¯্রােতকে বাধা গ্রস্থ করে নদের মাঝ বরাবর নেটপাটা ও চারু ফেলে মাছ শিকার করছে। এতে নদকে খালে রূপান্তর করা হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে আকাশ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। নদের চর দখল করে ধানচাষ করা ভূমি দস্যুরা এরই মধ্যে ছোট ছোট বাঁধ দিয়ে ধান চাষ শুরু করেছে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে ঠিকই, তবে সেটা কর্তা ব্যক্তিদের পকেটে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। নদের অস্তিত্ব বিলিন হতে বসেছে। বর্তমান সরকার বিলিন হতে যাওয়া নদকে মানচিত্রে ফিরেয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে নদে স্বল্পস্রোত সৃষ্টিও করেছে। নদের পাটকেলঘাটার সরুলিয়াসহ একাধিক জায়গায় পাটা, চারু পেতে মাছ ধরছে কয়েক জন মাছ শিকারী। এতে সীমিত স্রোতপথে বাধা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে নদের দু’কূলের জেগে ওঠা কয়েক হাজার একর চর অবৈধভাবে দখল করে কৃষি কাজে ব্যস্ত হয়ে পড়েছে ভূমি দস্যুরা। এছাড়া নদের পাটকেলঘাটা অঞ্চলের জায়গা দখল করে বাড়ীঘর ও দোকান পাট নির্মাণ করার প্রতিযোগিতা চলছে। সংশ্লিষ্ট প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে আছে।