শ্যামনগর প্রতিনিধি : পি,কে,এস,এফ এর সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সমৃদ্ধি কর্মসূচি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর যৌথ উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার ‘সমৃদ্ধি কর্মসূচির’ স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদে চক্ষুশিবির ক্যাম্প উদ্বোধন করেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পরিচালক (এমএফ) মোঃ আলমগীর কবির এবং সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচ.এম মামুনুর রশিদ, সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসুচির স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। উক্ত ক্যাম্পে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দ্বারা মোট ৪০০জন রোগিকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাছাইকৃত ১০০ জন রোগিকে সম্পূর্ণ বিনা খরচে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।