আশাশুনি

৩২ ধারা প্রত্যাহারের দাবিতে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

By Daily Satkhira

February 05, 2018

আশাশুনি ব্যুরো: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে আশাশুনির বুধহাটায় মানববন্ধন করেছে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। রবিবার বিকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর খসড়া অনুমোদন করে সরকার। সংসদে পাশ হলে তা বাংলাদেশ আইনে পরিণত হবে। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম। এসময় বক্তরা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠ রোধ করবে। এ আইন পাশ হলে অনুসন্ধানী সাংবাদিকতা মুখ থুবড়ে পড়বে। বক্তারা আরও বলেন যে আইন মানুষের কন্ঠ রোধ করবে, সে আইন জনবান্ধব আইন হতে পারে না। সাংবাদিকদের কালো আইনের ফ্রেমে রেখে বাঘের মুখে ফেলে দেওয়া যাবে না। সাংবাদিক বক্তারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বিকশিত গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাড়াবে। এসময় সকল বক্তাগন সাংবাদিকদের জন্য কালো ধারাটি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নূর আলম, ক্রিড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, সদস্য বাহবুল হাসনাইন, উত্তম কুমার দাশ, সাংবাদিক আজিজুর রহমান রাজ, এস এম শাহিন আলম, আবু হাসান, বি এম আলাউদ্দীন, শেখ আক্তারুজ্জামান, ইমরান হোসেন প্রমুখ।