কালিগঞ্জ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় আ.লীগের জাতীয় শোক দিবস পালন

By Daily Satkhira

August 26, 2016

এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জ্জীর সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা ও আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জজ কোর্টের স্পেশাল পিপি এড. জহুরুল হায়দার বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ প্রমুখ। আরও বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোাবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রী, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু প্রমুখ। শোক সভায় উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।