সাতক্ষীরা

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইজতেমা

By daily satkhira

February 05, 2018

নিজস্ব প্রতিবেদক : আমিন, আমিন ধ্বনিতে বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি কামনার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের সমাগমে সাতক্ষীরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। সোমবার বেলা ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা যুবায়ের। তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরুব্বী মাওলানা আবু মুছা জানান, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়া ভারতসহ ৬টি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির উপর প্যান্ডেল নির্মান করা হয়। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল পর্যাপ্ত। এজতেমা শেষে সাতক্ষীরা থেকে দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়েন এজতেমায় আগত মুসলিমরা।