অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা বেশিদূর এগোয়নি। দেশের মাটিতে গত আসরে তৃতীয় হওয়া দলটি এবার পঞ্চমও হতে পারেনি। বড় দলগুলির মধ্যে একমাত্র ইংল্যান্ডকেই পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স করে আইসিসি নির্বাচিত ‘উদীয়মান তারকা’ হয়ে গেলেন বাংলাদেশের অল-রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।২০১৬ বিপিএল থেকেই ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আলোচিত আফিফ। টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বিপিএলের ওই আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। গত বিপিএলে ওই রাজশাহী কিংসের বিপক্ষেই ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।
এই তরুণ তুর্কীকে ব্যাখ্যা করতে গিয়ে আইসিসি বলেছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট ৪টি হাফ সেঞ্চুরি করেছে, এগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। যার ফলে ইংলিশরা অল্পতেই সেদিন গুটিয়ে গিয়েছিল।’
এছাড়া ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েসবাইট ক্রিকইনফোর যুব বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেয়েছেন আফিফ।