পাটকেলঘাটা

পাটকেলঘাটায় মোহাম্মদ হোসেনের মতবিনিমিয়

By Daily Satkhira

February 06, 2018

পাটকেলঘাটা প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা যাকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো অন্যায়ের সাথে আপোশ করেনি, বর্তমান সরকারের সততার ফসল পদ্মা সেতু, নৌকার বাইরে আমরা কোন কাজ করতে চাই না, সকল ভেদাভেদ ভূলে নৌকার পিছনে কাজ করে আবারো বিজয়ের বেশে বাংলাদেশের জনগনের হৃদরের মাঝে থাকতে চাই, শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করতে হবে, বর্তমান সরকার দেশ ও জনগনের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন আমাদের নৌকা কে বিজয়ী করতে হবে, আর বসে থাকার সময় নেই সকলকে একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে, প্রতিটা ভোটারের কাছে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভোট চাইতে হবে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে, দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে উপরোক্ত কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রবিবার রাত ৮টায় এ্যাড. মোহাম্মদ হোসেনের ল’চেম্বারে সুধী সমাজের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ভাইস প্রিন্সিপাল সম আতিয়ার রহমান, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, এস আই বি এল ব্যাংকের ম্যানেজার আবুবক্কর সিদ্দিকী, প্রফেসর নজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, গোবিন্দ সাধূ, নিজাম ভূইয়া, মহব্বত আলী, তরিকুল ইসলাম, মহাদেব চক্রবর্তি,সামছুর রহমান, শিক্ষক আব্দুল হাই, সাইফুল্লাহ, প্রভাষক আনন্দ মোহন, কুমিরা মহিলা কলেজের প্রভাষক অভিজিৎ মিত্র, ছাত্রলীগ নেতা মামুনুর রহমান, আ’লীগ নেতা শেখ টিপু সুলতান প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাজী আশরাফ হোসেন।