শ্যামনগর

৩২ ধারা বাতিলের দাবিতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

By Daily Satkhira

February 06, 2018

শ্যামনগর প্রতিনিধি : “সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না” শির্ষক স্লোগানকে সামনে রেখে সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিটু। তিনি তার বক্তব্যে ৩২ ধারা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। এসময় অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকতার পরিপন্থী আইন উল্লেখ করে বলেন, ‘৩২ ধারা পাস হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। দুর্নীতিতে ছেয়ে যাবে দেশ। এর আগে ৫৭ ধারার অপব্যবহারে দেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই আমরা আর ৩২ ধারা দেখতে চাই না।’ বক্তারা এ সময় ৩২ ধারার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এরপর শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।