নিজস্ব প্রতিবেদক : বি.কে.এস.পি’তে-২০১৮ সালে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স, হকি কোচ সাইফুল ইসলাম ও শফিকুল আলম শফি প্রমুখ। এসময় বি.কে.এস.পি’তে-২০১৮ সালে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বলেন, ‘দেশের ভিতর ও বিদেশের মাটিতে এ জেলার খেলোয়াড়দের সুনাম আছে। সেই সুনাম ও সাফল্যের ধারা বজায় রেখে সাতক্ষীরা জেলার আরো বেশি বেশি সুনাম বয়ে আনতে হবে। তোমাদের ক্রীড়া নৈপূর্ণে বাংলাদেশের ক্রীড়াঙ্গণ উজ্জীবিত হোক। জেলার খেলোয়ারদের সাফল্য কামনা করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।’ বি.কে.এস.পি’তে-২০১৮ সালে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলা থেকে উর্ত্তীর্ণ শ্যুটিং এ সাদিয়া আলম শোভা, হকিতে শাহিব বিন জাহাঙ্গীর ও মো. হাবিবুর রহমান, তায়কোয়ান্ডোতে মো. সাকিব হোসেন ও মো. সাকিবুজ্জামান (রাজ) এবং ফুটবলে বাদশা।