সাতক্ষীরা

ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ১০ সদস্যের প্রতিনিধি দল

By daily satkhira

November 04, 2016

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের আমন্ত্রণে ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ১০ সদস্যের প্রতিনিধি দল।  শুক্রবার দুপুরে তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ত্যাগ করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্লাব সদস্যদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতে এ সফরের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ভারতের দার্জলিংসহ বিভিন্ন ঐতিহাসিক ও বিখ্যাত স্থাপনা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, অর্থ সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মোশারফ হোসেন, মো. আসাদুজ্জামান ও শাহীন গোলদার। আগামী ৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।