সাতক্ষীরা

২ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু

By Daily Satkhira

February 08, 2018

মাকছুদ খান: ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহারের কারনে টানা ২দিন বন্ধ থাকার পর ভোমরাস্থল বন্দরে আমদানী রপ্তানী পুনরায় শুরু হয়েছে। বুধবার কোলকাতা কাস্টমসের জয়েন্ট কমিশনার অমরেন্দ্র নারায়নের মাধ্যস্থতায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহার করে। প্রত্যাহারের পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভোমরা টি ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যাবসায়িদের সাথে সে দেশের কাষ্টমের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ ২ দিন বন্ধ ছিলো। বুধবার বিকাল থেকে তা পুনরায় চালু হয়েছে।