কালিগঞ্জ

নলতায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ৫৪তম বার্ষিক ওরছ

By Daily Satkhira

February 08, 2018

নলতা প্রতিনিধি: খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র ৫৪তম বার্ষিক ওরছ শরীফ কালিগঞ্জ উপজেলার নলতা শরিফে আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর মিলাদের মধ্য দিয়ে শুরু হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় অন্যান্য বছরের ধারা অব্যাহত রেখে এবছর ৮, ৯ ও ১০ ফ্রেব্রুয়ারি বৃহস্পতি, শুক্রবার ও শনিবার তিনদিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ সফল করার জন্য কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতিসহ শিক্ষক ও নির্বাহী কমিটির কর্মকর্তারা সার্বিক বিষয়ে তদারকি করছেন। ওরছ শরীফ উপলক্ষে অতিথিদের আপ্যায়নসহ সকল বিষয়ে নজরদারি রাখার জন্য বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে অনেকগুলো সাব-কমিটিও গঠিত হয়েছে। আর উক্ত তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে প্রতিদিন ভোর থেকে সারা দিনব্যাপী পাক রওজা শরীফে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ৮ ও ৯ ফেব্রুয়ারি মাহফিল মাঠে দেশ ও দেশের বাইরে থেকে আগত বিভিন্ন আলেমগন পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী, রসুল ও ওলি-আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখবেন। এবং ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে। অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের পক্ষে সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে ওরছ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বাহিনী ও রোভার স্কাউট স্বেচ্ছাসেবকবৃন্দ সর্ব সাধারণের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে।