সাতক্ষীরা

কুন্দড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় নৈশ প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ

By daily satkhira

November 04, 2016

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির কুন্দড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় নৈশ প্রহরী নিয়োগে দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিকত অভিযোগ দায়ের করেছে বুধহাটা এলাকার মতিয়ার রহমান নামের এক ইউপি সদস্য। লিখিত অভিযোগে জানাযায়, কুন্দড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সে মোতাবেক ৫/৬ বছর যাবত প্রধান শিক্ষক আরিফুল ইসলামের আশ্বাসে একই এলাকার দিলীপ কুমার ঘোষ নামে একজন ব্যক্তি বিদ্যালয়ে বিনা বেতনে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। তাকে ওই পদে নিয়োগ দেওয়ার কথা বলে ইতোমধ্যে ৫০ হাজার টাকাও নিয়েছে। এদিকে ওই পদে নিয়োগের জন্য উত্তম কুমার সরকারের কাছ থেকে ৬ লক্ষ টাকা গ্রহণ করে। প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ওই ৬ লক্ষ টাকা বৈধ করার জন্য জেলা শিক্ষা অফিসার কে ম্যানেজ করে ৫ নভেম্বর উক্ত পদে নিয়োগের জন্য বোর্ড গঠন করেছেন। ওই নিয়োগ বন্ধ ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ২ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান। অপরদিকে উক্ত নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এব্যাপারে ডিজির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্থানীয় সমস্যা গুলো আমি জানা নেই। আমি ব্যস্ত থাকায় বার বার সময় পরিবর্তন করেছিলাম। তবে এ বিষয়ে আমি খেয়াল রাখবো। এব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এধরনের কোন অভিযোগ আমার জানা নেই। তবে আপনি বলেছেন যখন বিষয়টি দেখবো।