নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জার্মানীর হেসেন প্রদেশের রাজধানী ভিসবাডেন এ বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর আয়োজনে এবং জার্মান পার্লামেন্টারীর সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানী সফররত সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাস। সন্ত্রাস দমনে জননেত্রী শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি অনেক দেশের জন্যেই অনুকরণীয় হয়ে থাকবে। দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের রুখে দাঁড়াতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জার্মানীতে বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন সংগঠনের উপদেষ্টা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সিনিয়র সহ সভাপতি সাগির খান স্বপন ও সাধারণ সম্পাদক মিসেস সাবরা খান। এসময় জার্মান পার্লামেন্টারীর সদস্য, ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর সদস্য ও জার্মানে অবস্থিত প্রবাসী বাঙ্গালীরা উপস্থিত ছিলেন।