রাজনীতি

সাতক্ষীরায় গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ১৬ জনের নামে মামলা, আটক ৫

By Daily Satkhira

February 09, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদও উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল প্রেট্রোল পাম্পের ধারে সড়কের পশে রাখা একটি এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।