শ্যামনগর

বুড়িগোয়ালিনীতে রসের মেলা উদ্বোধন

By Daily Satkhira

February 09, 2018

মাহফুজুর/আব্দুল্লাহ: শুক্রবার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে রসের মেলা-২০১৮ উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দীন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের উদ্যোগে এবং সভাপতিত্বে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে রসের মেলা-২০১৮ আয়োজন করেছেন। জাঁকজমক পূর্ণ আকর্ষণীয় পরিবেশে ৯টি ওয়ার্ডের পৃথক পেভিলিয়নের মাধ্যমে হরেক রকমের খেঁজুরের রসের পিঠা- পুলির বাহারী আয়োজন করা হয়েছে। মুল অনুষ্ঠানটি আগামী ১০ফেব্রুয়ারি দিন ব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যামে উদযাপিত হবে। প্রধান আতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ এস.এম জগলুল হায়দারের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, জারি গান, পট গান এবং আদীবাসী মুন্ডা সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনেক বর্ণাঢ্য আয়োজন থাকবে। উক্ত আয়োজনের মূল উদ্যেশ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাঙালি পিঠা পার্বনকে পুনর্জগরিত করা। আনুষ্ঠানের মূল প্রতিপাদ্য “ফুল সুবাস ছাড়ায়, মানুষ ছড়ায় আলো। শুদ্ধ জীবন র্চ্চা করি, দেশকে রাখি ভাল।” ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে উদাত্ত আহবান জানানো হয়েছে।