আশাশুনি

আশাশুনিতে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের উপর হামলার অভিযোগ

By Daily Satkhira

February 11, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের অভিভাবকরা অবৈধভাবে প্রবেশ করে কর্তব্যরত শিক্ষকের উপর হামলা করে লাঞ্চিত ও উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলা সদরের সরকারী কলেজ কেন্দ্রের ৫নং কক্ষে কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্বে ছিলেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন। তিনি উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগে জানান, শনিবার এসএসসি’র অংক পরিক্ষায় ওই রুমে আশাশুনি মডেল ও শ্রীউলা স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিকট থেকে খাতা কক্ষ পরিদর্শক হিসাবে আয়ত্বে নিয়ে উত্তরপত্র সাজ-গোজ করছিলেন। এসময় হঠাৎ আইন-শৃঙ্খলা বাহিনী উপেক্ষা করে ওই কক্ষের পরীক্ষার্থীদের অভিভাবকরা কক্ষে প্রবেশ করে প্রথমে পরীক্ষার্থীদের নকল ও দেখাদেখি করার সুযোগ দিসনে কেন ? আগামীকাল থেকে হলে ঢুকবিনে, এমন সব কথা বলতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেতে থাকে এবং উত্তরপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে শিক্ষক রুহুল আমিন দ্রুত উত্তরপত্র হাতের মধ্যে চেপে ধরে অফিস রুমের দিকে দৌড় দেয়ার সময় পিছন থেকে ওই অভিভাবকরা তাকে মারপিট করে লাঞ্চিত করে। এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বরত এএসআই আসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসার সার্বক্ষনিক উপস্থিত থাকায় কোন ছাত্র-ছাত্রী নকল করার সুযোগ না পেয়ে পরীক্ষা শেষে কান্নাজড়িত ভাবে তাদের অভিভাবকদের বললে অভিভাবকরা ভেতরে প্রবেশ করে শিক্ষককে লাঞ্চিত করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শিক্ষক প্রতিকার প্রার্থনা করে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।