আশাশুনি

হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে -ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

February 11, 2018

মোস্তাফিজুর রহমান: হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। হিন্দু-মুসলিমের সমঅধিকারের প্রয়োজন হয়ে দাড়িয়েছে। সকল হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকল হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। এছাড়া তিনি আশাশুনির কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আশাশুনিতে গ্রামীণ ও মেইন রাস্তাসহ মোট ৫১৫ কি.মি. রাস্তা নির্মাণ, ২৬টি সাইক্লোন সেল্টার, ১৬০টি মন্দিরের অনুদান, শোভনালী ব্রিজসহ আশাশুনির সব কয়টি ব্রিজের কাজ, সাড়ে ৭৭ কোটি টাকা ব্যায়ে আশাশুনি টু ঘোলা রাস্তা নির্মানে বাজেট পাশ, মুক্তিযোদ্ধা, মসজিদ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সহ অসংখ্য উন্নয়নের কথা উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি আরও বলেন সাতক্ষীরা ৩আসনের উন্নয়নে আগামীতে আমি রুহুল হক আবারও নৌকা প্রতীকের আশাবাদি। রোববার দুপুরে আশাশুনি সদর কালী মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রতিনিধি সম্মেলন’১৮ তে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন সাতক্ষীরা ৩আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি প্রফেসার ডা. আ ফ ম রুহুল হক। পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সাংবাদিক অসীম বরুণ চক্রবর্তীর পরিচালনায় এবং সম্মেলনে বক্তব্য রাখেন স্কন মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রক্ষ্মচারী, আশাশুনি সেবাশ্রমের স্বামীজি সোমানন্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, সাধারন সম্পাদক রনজিত কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দীপংকর সরকার দীপ, প্রভাষক হিরোলাল সহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।