নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সিটি কলেজে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় আমার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোন সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি। আমার নির্বাচনী এলাকায় চার বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে। যেসব ভবন দোতালা আছে সেই সব ভবন গুলি ৪তলা ভবনসহ আরো উন্নয়ন করা হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সিটি কলেজের বিদ্যুৎসায়ী সদস্য মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, শিক্ষক প্রতিনিধি কৃষ্ণপদ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান শাওন প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে আগামী ১৮ মাসে একাডেমিক ভবন নির্মাণ করবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, সাংবাদিক ইয়ারব হোসেন, এড. রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, প্রভাষক মুকুন্দ ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, যুবলীগ নেতা শেখ শফিউল ইসলাম সফি,ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। এসময় সিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রধান অফিস সহকারি আব্দুল ওহাব আজাদ।