সাতক্ষীরা

সাতক্ষীরায় গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন

By daily satkhira

February 13, 2018

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণির কর্মচারিদের ন্যায় সমস্কেলের বেতন বাস্তাবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কালিগঞ্জ শাখার সভাপতি আব্দুল মাজেদ, কলারোয়া শাখার সভাপতি এজাহার আলি, শ্যামনগর শাখার সভাপতি আব্দুল জলিল, তালার সভাপতি জালাল উদ্দিন, পাটকেলঘাটার সভাপতি শীবপদ দাস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ৪৬ হাজার ৮’শ ৭০ জন গ্রাম পুলিশ সদস্য স্থানীয় আইন শৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বৃটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বিরামহীন ভাবে কাজ করলেও এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অধিনস্থ কর্মচারি হওয়া স্বত্ত্বেও অদ্যবধি কোন বেতন স্কেল আমাদের বাস্তবায়ন হয়নি। বক্তারা অবিলম্বে গ্রাম পুলিশ সদস্যদের ৪র্থ শ্রেণীর কর্মচারিদের ন্যায় বেতন স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধন শেষে সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হয়।