সাতক্ষীরা

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

By daily satkhira

February 13, 2018

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও উদ্ভাবনী চর্চার মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার অভীষ্ট লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই’র পৃষ্টপোষাতায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হবে। মেলা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। মেলায় ৫টি প্যাভিলিয়ানে প্রায় ৭৬টি স্টল থাকবে। ১নং প্যাভিলিয়ানে থাকবে ই-সেবা সমুহ, ২নং প্যাভিলিয়ানে থাকবে ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, ফিনান্সিয়াল, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান, ৩নং প্যাভিলিয়ানে থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জেলা ব্রান্ডিং, দক্ষতা উন্নয়ন ও কর্মস্থান এবং রুরাল ই-কমার্স), ৪নং প্যাভিলিয়ানে থাকবে শিক্ষা এবং ৫নং প্যাভিলিয়ানে থাকবে তরুন উদ্বাবক’র স্টল। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ কয়েকজন তরুণ উদ্ভাবক উক্ত মেলায় অংশ গ্রহণ করবে। এছাড়া ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকাল ৩টায় আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অংশ গ্রহণে সেমিনার “নতুন সোপান (একসেবা) ও আমাদের করণীয়” শীর্ষক প্রতিযোগিতা এবং বেলা আড়াইটায় তরুন উদ্ভাবক: প্রদর্শণী ও প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় হবে আলোচনাসভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এনডিসি মোশারেফ হোসাইন সহ সাতক্ষীরার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ২টি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে ২টি, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নে ১টি, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ১টি, শ্রেষ্ঠ তরুন উদ্ভাবক ৩টি, শ্রেষ্ঠ স্টল ১টি, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর ১টি এবং শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর জেলা ও উপজেলা) ২টি। এছাড়া মেলায় অংশগ্রহনকারী প্রতিটি স্টলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।