দেবহাটা

দেবহাটায় ৩২ ধারা বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

By Daily Satkhira

February 13, 2018

আরাফাত হোসেন লিটন, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১০টায় শহীদ আবু রায়হান চত্বরে দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে সিনিয়র সদস্য রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, কুলিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য এস.এম নাসির উদ্দীন প্রমূখ। এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রাশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, সদস্য আজিজুল হক আরিফ, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ, যুগ্ন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক জিএম নাজমুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য কেএম রেজাউল করিম, আরাফাত হোসেন লিটন, ফরহাদ হোসেন সবুজ, কুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, ডাঃ আমিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, পত্রিকা পরিবেশক আলাউদ্দীন মোল্যা প্রমূখ। সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা মাধ্যমে গণমাধ্যমের কন্ঠারোধ করার পরিকল্পনা করা হচ্ছ। যা স্বাধীন সাংবাদিকসমাজ কখনো মেনে নিবে না। এই আইন পাশ হলে সংবাদকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মূখিন হবে। এতে করে দুর্নীতিবাজরা আরও পার পেয়ে যাবে। তাই অবিলম্বে এই আইনের সংশোধনী এনে সাংবাদিকরা যাতে স্বাধীন ভাবে দায়িত্ব পালন করতে পারে সে জন্য সরকারের নিকট জোর দাবি জানান।