আন্তর্জাতিক

ভারত মহাসাগরকে চীন মহাসাগরে রুপান্তরের চেষ্টা!

By Daily Satkhira

February 13, 2018

দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগরে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে এসেছে চীন৷ আর এবার সমগ্র ভারত মহাসাগরকেই যেন বেইজিং চীন মহাসাগরে রুপান্তরিত করার প্রচেষ্টায়৷ আর এই পরিকল্পনা বাস্তবায়িত করতেই একের পর এক বিনিয়োগ করে চলেছে চীন৷ আর তার অন্যতম উদাহরণ শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দর পরিকাঠামোয় বিনিয়োগ৷ যা বাণিজ্যের ক্ষেত্রে চীনের কাছে এক নতুন দিক খুলে দেবে৷

অন্যদিকে, মালদ্বীপকে বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করতে চলেছে বেজিং৷ শ্রীলঙ্কা এবং মালদ্বীপে চিনের এই আধিপত্য ভারতের কাছে দুশ্চিন্তার বলেই মনে করছে একাংশ৷ আর তার অন্যতম কারণ অর্থনৈতিক৷ চীনের প্রভাবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে ধাক্কা খেতে পারে ভারতীয় পণ্য৷ বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবং চীনের সঙ্গে মালদ্বীপ ‘অবাধ বাণিজ্য চুক্তি’ করলে চীন প্রথমে মালদ্বীপে পণ্য পাঠিয়ে, পরে তা পুনরায় রফতানি করতে পারে ভারতে৷

এছাড়া অন্য কারণ হিসেবে ভৌগোলিক-রাজনৈতিক কারণকে তুলে ধরা যেতে পারে৷ বন্দরগুলোকে সামরিক ক্ষেত্রে ব্যবহার করার কোন পরিকল্পনা নেই বলে চীন জানালেও এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, বিগত কয়েক বছরে কলম্বোতে বারবার চীন তার শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে৷ কলকাতা টুয়েন্টিফোর।