ফিচার

সাতক্ষীরায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

February 14, 2018

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমি চত্বরে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা সংগঠনের আহবায়ক এডঃ ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সুভাষ সরকার, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল, জেলা জাসদের (আম্বিয়া) সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসান হাদী, জেলা জাসদের শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, এনজিও কর্মী অপারেশ পাল, রওনক বাশার, ইকবাল লোদী প্রমুখ।