খেলা

আপাতত স্থগিত বিপিএল, ফের শুরু ৮ নভেম্বর

By Daily Satkhira

November 05, 2016

অনলাইন ডেস্ক: নিম্নচাপ ‘নাডা’র প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বৈরি আবহাওয়া চলছে। আর এ কারণে গতকাল শুরু হওয়া বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াইনি।

গতকালের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আজ বিকেলের ম্যাচটিও পরিত্যক্ত হয়। এদিকে আবহাওয়ার কোনো পরিবর্তন না হওয়ায় এবং রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকায় পরবর্তী ম্যাচও মাঠে গড়াবে না।

আবহাওয়ার এমতাবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ নভেম্বর থেকে আবার শুরু হবে বিপিএলের চতুর্থ আসর।

৪, ৫ ও ৬ নভেম্বরের ম্যাচগুলো পরে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আরো বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা রয়েছে।