ফিচার

ভালোবাসা দিবসে সাতক্ষীরায় আমরা সাতাশ সংগঠনের ব্লাড ডোনেশন ক্যাম্প

By Daily Satkhira

February 14, 2018

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসা হোক রক্তের বন্ধনে…এই শ্লোগানে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার ‘আমরা সাতাশ, সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে “ব্লাড ডোনেশন ক্যাম্প” এর মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। বসন্তের আগমনী শুভেচ্ছার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে “আমরা সাতাশ সাতক্ষীরা” এর অঙ্গ-সংগঠন “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। রক্ত দাতাগণকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ডোনার কার্ড ও হেল্থ কার্ড প্রদান করা হয়। মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০জনের অধিক তরুন-তরুনী রক্ত প্রদান করেন এবং প্রায় ৩শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপিং করেন। অনুষ্ঠানে আমরা সাতাশ-এর সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র যাত্রা শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। কর্মসূচির সদস্য সচিব শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমরা সাতাশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও কর্মসূচির আহবায়ক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা সাতাশ”-এর, এস.এম. মুজতাহিদ-উর-রউফ, মোঃ তরিকুল ইসলাম খোকন, মোঃ আহসানুল কাদির স্বপন, মোঃ লুৎফর রহমান সৈকত, সৈয়দ রফিকুল আলম বাবু, মোঃ কামরুজ্জামান, এড. শামিমুর রেজা শামিম, মাসুদার রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সাতক্ষীরা শিল্পী ঐক্যজোট ব্লাড ব্যাংক, পলিটেকনিক্যাল কলেজ শাখা, অলসুপার স্টার রক্তদানকারী সংস্থা সাতক্ষীরা।