সাতক্ষীরা

সাতক্ষীরায় মামলাবাজ প্রতারক আটক

By daily satkhira

February 14, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা এক মামলাবাজ প্রতারক কে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই মামলাবাজ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতিমুড়া গ্রামের মৃত. আব্দুর রহমান শিকদারের পুত্র কামাল শিকদার(৩৭)। ভুক্তভোগীরা জানায়, আটক কামাল প্রতারক চক্রের সদস্য। সে ঢাকার আশুলিয়া এলাকার ভন্ডপীর জিল্লুর রহমানের প্রতিনিধি। তারা অর্থশালী মানুষদের নামে দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত মামলা মিমাংসা করেন। সম্প্রতি ঢাকার আশুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে ওমর ফারুকের কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার দাবিকৃত টাকা না দেওয়ায় প্রতারক কামাল চট্টগ্রামের জনৈক ব্যক্তিকে বাদী করে ওমর ফারুকের নামে সাতক্ষীরায় ঘটনাস্থল দেখিয়ে সাতক্ষীরায় এমটি মামলা দায়ের করেন। সেই মামলার ধার্য তারিখ ছিলো মঙ্গলবার। মামলায় হাজিরা দিতে তারা সাতক্ষীরায় আসেন। কামাল শিকদার সুযোগ বুধবার দুপুরে চাঁদার দাবিতে একটি মাইক্রো বাসে জোরপূর্বক ওমর ফারুককে তুলে নেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে স্থানীয়রা সাতক্ষীরা সদর থানাকে অবহিত করেন। এ খবরের ভিত্তিতে বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় থেকে প্রতারক কামাল শিকদারকে আটক করে সদর থানার সাব-ইন্সপেক্টর নুর আলম খান। ওই দিন আদালতের মাধ্যমে উক্ত প্রতারক কামাল শিকদারকে জেল হাজতে প্রেরণ করা হয়।