শ্যামনগর

কৈখালীতে বিজিবি’র কাছে বাংলাদেশী মাছ ধরা ট্রলার সহ চার জেলে হস্তান্তর

By daily satkhira

February 14, 2018

কৈখালী প্রতিনিধি : ১৪ই ফেব্র“য়ারি ২০১৮সকাল ১১টায় রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী নীল ডুমুর এর অধীনস্হ কৈখালী বি,ও,পির দায়িত্বপূর্ণ এলাকায় কালিন্দী নদীর মধ্যবর্তী স্হানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বি,জি,বি ও বি,এস,এফ) সদস্যদের উপস্হিতিতে বাংলাদেশী একটি মাছ ধরার ট্রলার এবং চার জন জেলে যথাক্রমে ২জন পটুয়াখালী,একজন পিরোজপুর এবং এক জন খুলনা হস্তান্তর করা হয়। শ্যামনগর থানার অফিসার ইন চার্জ এর পক্ষে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ভারতের পশ্চিমবঙ্গের হেঙ্গলগঞ্জ এর কোস্টাল থানার অফিসার্স ইনচার্জ রাকেশ চ্যাটার্জি,১৭ বর্ডারগার্ড ব্যাটেলিয়ন নীলডুমুর এর ইন্টেলিজেন্স অফিসার মেজর মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসপিপি। লেং আসিফ ইকবাল,(ই),বি,এন উপপরিচালক(অপারেশন প্লাটুন)রিভারাইন বর্ডার গার্ড (কোম্পানি নীলডুমুর)সহ বাংলাদেশের পুলিশবাহিনী,বিজিবি বাহিনীর সদস্য ও সরকারী কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।জেলেদের নিকট থেকে তথ্য নিয়ে জানা যায় বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ করার সময় তাদের ইন্জিনচালিত ট্রলার অকেজো হয়ে গেলে পথ ভুলে তারা ভারতীয় জলসীমানায় প্রবেশ করে।পরবর্তীতে ভারতীয় প্রশাসন কর্তক তাদের ভারতের দিঘামোহনা এলাকায় নিয়ে যায়।দুই দেশের আইনানুযায়ী তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।