ফিচার

মাধবকাটিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

By Daily Satkhira

February 15, 2018

মাষ্টার মো. মফিজুর রহমান : বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন শ্রী শ্রী দোগাছিয়া মহাশ্মশান কালীপূজা ও বসন্ত উৎসব ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দির কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ স্বর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন একটি অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবে রুপ দিয়েছেন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টান, সকলে একই সবস্থানে থেকে নিজ নিজ ধর্ম শান্তি পূর্নভাবে পালন করে আসছে। তিনি বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন কারণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে ভারতে শরনার্থী হয়েছেন। আপনারা প্রিয় মাতৃভূমি ছেড়ে ভারতে যাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই শান্তি পূর্ণভাবে বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করতে পারছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস.এম  শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুধাংশু শেখর সরকার।