আশাশুনি

ঐতিহ্যবাহী গুনাকরকাটি দরবার শরীফে ওরশ বৃহস্পতিবার

By Daily Satkhira

February 15, 2018

মইনুল ইসলাম: আশাশুনির ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে খায়েরিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। হওযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) ও গওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরশের প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) বুধবার দুপুরের দিকে দিল্লী থেকে এসে পৌছেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতোমধ্যে ওরশ ময়দানে এসে পৌছেছেন। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ওরশের আনুষ্ঠানিকতা। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী। এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।