ফিচার

সাতক্ষীরা শিশু পরিবারে শিশু নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও আল্টিমেটাম

By Daily Satkhira

February 15, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন এবং যৌন নিপীড়নসহ নানা প্রকার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় ৪জন শিশুকে অন্যায়ভাবে বহিস্কার করার প্রতিবাদে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা নিউ মার্কেটস্ত শহিদ স.ম আলাউদ্দিন চত্বরে সংগঠনের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জে এস ডি’র সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার বলেন, শিশুদের উপর নির্যাতন নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাদের কে জামাই আদর করে যে সকল এতিম শিশুদের উপর নির্যাতন নিপীড়ন করা হলো তাদের কেই বহিস্কার করে জেলা প্রশাসক সাতক্ষীরার মানুষের সাথে তামাশা করলেন বলে আমি মনে করি। বিশিষ্ট সাংবাদিক নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য কল্যাণ ব্যানার্জি বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এতিম শিশুদের জীবন উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। সেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই সাতক্ষীরা শিশু সদনের কর্মকর্তারা একের পর এক অনিয়ম দূর্নীতির জন্ম দিয়েছে। অবিলম্বে ৪জন শিশুর অবৈধ বহিস্কারাদেশ বাতিল, যৌন নির্যাতনে সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম বলেন, “শিশুদের উপরে যৌন নির্যাতনকারী কর্মকর্তা-কর্মচারীদের রক্ষা করার জন্য কর্তৃপক্ষ এতিম শিশুদেরকে এতিম খানা থেকে বহিস্কার করে সাতক্ষীরার মানুষের বুকে আঘাত করেছেন। যারা নির্যাতন নিপীড়নকারী কর্মকর্তাদের রক্ষার জন্য মাঠে নেমেছে তারা এই সরকারের কখনোই ভালো চান না। এই সকল দুর্নীতিবাজ কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণœœ করে চলেছে। অবিলম্বে ৪জন শিশুর বহিস্কতাদেশ প্রত্যাহার করার জন্য তিনি আহ্বান জানান।”

নির্যাতিত এতিম ছাত্র আব্দুল করিম কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমাদেরকে বিনা দোষে আমাদের ছাত্রজীবনকে নষ্ঠ করে দিয়ে যারা আমাদের উপরে যারা নির্যাতন, নিপীড়ন ও যৌন হয়রানি করলো তাদেরকে রক্ষা করার জন্য জেলা প্রশাসক আমাদেরকে বহিষ্কার করেছেন। আমরা আমাদের ছোটভাইদের উপর যখন যৌন নিপীড়ন করা হয়েছিল তখন ডিসি স্যারকে এ বিষয়ে বলতে চাইলে তিনি আমাদের ভর্ৎসনা করেছিলেন এবং সাংবাদিকদের কাছে এসব কথা বলার জন্য অসন্তষ্ট বলে জানিয়েছিলেন। আর এখন আমাদেরকেই উল্টো বের করে দেয়া হয়েছে। আমরা এতিমখানাতে ফিরে যেতে চাই।” সে আবেগতাড়িত কণ্ঠে আরো বলে, মাননীয় প্রধানমন্ত্রী যখন এতিম শিশুদেরকে রক্ষা করা জন্যে তাদের জীবনÑজীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছেন ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃস্নেহ থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। আমরা অবিলম্বে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে ফিরে যেতে চাই। আমাদের অবৈধ বহিস্কারাদেশ তুলে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করছি।” কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু বলেন, “এতিম শিশুদেরকে যারা অবৈধভাবে বহিস্কার করেছেন, দোষীদেরকে রক্ষা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সামাজিক ও নাগরিক আন্দোলন গড়ে তোলার জন্য সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানান। ” নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল কিসলু বলেন, “যারা এতিম শিশুদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে যৌন হয়রানী করেছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বহিস্কৃত ৪জন কে অবৈধ বহিস্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানান।” মানববন্ধনে একত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন, জেলা জাসদের শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সদর উপজেলা আ. লীগের প্রচার সম্পাদক হাসান হাদী, নাগরিক আন্দোলন মঞ্চের রওনক বাসার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান টিটু, লোদী ইকবাল, সদর উপজেলা ভূমিহীন সমিতির আহ্বায়ক আব্দুর রহমান বাবু, শহর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল আহমেদ খান সাগর প্রমুখ। মানববন্ধন শেষে এক সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নাগরিক আন্দোলন মঞ্চ আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও মাননীয় প্রধানমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করার ঘোষণা দেয়। আগামী শুক্রবার সকাল ১০টায় নাগরিক আন্দোলন মঞ্চের জরুরি সভা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।